Site icon Jamuna Television

আজিয়ান সাগর ইস্যুতে গ্রিসকে কোনো ছাড় নয়: এরদোগান

ছবি: সংগৃহীত

আজিয়ান সাগরের ওপর গ্রিস দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে চাইলে করুন পরিণতি ভোগ করবে। বৃহস্পতিবার সরাসরি এ হুমকি দিলেন তুর্কিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর বার্তা সংস্থা এপির।

তুর্কিয়ের ইজমির প্রদেশের পশ্চিমাঞ্চলে যৌথ মহড়া হচ্ছে। এতে অংশ নিয়েছে ৩৭টি মিত্র দেশের অন্তত ১০ হাজার সামরিক সদস্য। ‘EFES- টু থাউজেন্ড টোয়েন্টি টু’ নামের ওই মহড়ায় কসরত প্রদর্শন করে তিন বাহিনী। সেখানে অত্যাধুনিক সব সমরাস্ত্র ও যুদ্ধযান আনা হয়। সেখানেই এক ভাষণে তুর্কি প্রেসিডেন্ট জানান, দখলদারদের একখণ্ড ভূভাগ ছাড় দেয়া হবে না। প্রয়োজনে সেনাবাহিনী আজিয়ান সাগরের ওপর গ্রিসের প্রভাব ঠেকাবে।

এ সময় এরদোগান আরও বলেন, আজিয়ান সাগরের দ্বীপ নিরস্ত্রীকরণের আহ্বান জানাচ্ছি গ্রিসকে; আন্তর্জাতিক আইন মেনে চলুন। আমি কৌতুক করছি না, নিজ সার্বভৌমত্ব এবং নিরাপত্তার ব্যাপারে বরাবরই সতর্ক তুর্কিয়ে। আজিয়ানের ওপর কোনো অধিকার নেই গ্রিসের। সুতরাং দখলদারিত্বের স্বপ্ন থেকে দূরে থাকুন। সন্ত্রাসবাদ দমনেও তৎপর আমরা। সীমান্তে যেকোনো নাশকতা ঠেকাবে সেনাবাহিনী।

ইউএইচ/

Exit mobile version