Site icon Jamuna Television

চেক রিপাবলিককে হারিয়ে টানা দ্বিতীয় জয় পর্তুগালের

ছবি: সংগৃহীত

উয়েফা নেশন্স লিগের আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিলো পর্তুগাল। ঘরের মাঠে চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে ২-০ ব্যবধানে। এ জয়ে গ্রুপের শীর্ষস্থান আরও সুসংহত করলো ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

লিসবনে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে দু’দল। ২৪ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর শট লক্ষ্যভ্রষ্ট শট। ৩১ মিনিটে ইয়ান কুচতার শট ফিরিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। অবশ্য মিনিট দুয়েকের মাথায় এগিয়ে যায় পর্তুগাল। বুলেট গতির শটে স্কোর মিটে নাম তোলেন জোয়াও কানসেলো। আর ৩৮ মিনিটে গনসালো গেদেসের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা।

বিরতির পর ভাক্লাভ ইউরেসকার সুযোগ মিসে ব্যবধান কমানো হয়নি চেক প্রজাতন্ত্রের। ৬১ মিনিটে দিয়াগো জটার বুলেট গতির শট ফিরিয়ে দেন গোলরক্ষক। শেষ দিকে ভ্লাকানোভার গোলের সহজ সুযোগ নষ্ট করলে পরাজয়ের স্বাদ পেতে হয় চেক প্রজাতন্ত্রকে।

ইউএইচ/

Exit mobile version