Site icon Jamuna Television

গাজীপুরে স্বামীর হাতে স্ত্রী খুন, পুলিশের হাতে আটক

গাজীপুর প্রতিনিধি:

গাজীপু‌রের কা‌লিয়া‌কৈ‌রের চান্দরা এলাকায় স্বামীর হা‌তে স্ত্রী খুন হ‌য়ে‌ছে। এ ঘটনায় ঘাতক স্বামী আকবর হো‌সেনকে (২৬) আটক ক‌রে‌ছে পু‌লিশ।

শুক্রবার (১০ জুন) ভো‌রে নিহত আ‌খি আক্তারের (২৩) মর‌দেহ উদ্ধার ক‌রে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পা‌ঠিয়ে‌ছে।

পু‌লিশ ও নিহ‌তের স্বজনরা জানায়, সব‌জি ব্যবসায়ী স্বামী আকবর হো‌সে‌নের সা‌থে দীর্ঘ‌দিন যাবৎ তার স্ত্রী আ‌খি আক্তা‌রের দাম্পত্য কলহ চল‌ছিল। কল‌হের জের ধ‌রে বৃহস্প‌তিবার রা‌তে পাটার শিল দি‌য়ে থেত‌লি‌য়ে স্ত্রী‌কে হত্যা ক‌রে ঘাতক স্বামী। স্থানীয়দের খব‌রের ভি‌ত্তি‌তে পু‌লিশ শুক্রবার ভোরে নিহ‌তের মর‌দেহ উদ্ধার ক‌রে ম‌র্গে পাঠায়। ঘাতক স্বামী‌কে আটক ক‌রা হয়েছে। নিহত আ‌খি আক্তার ভোলা সদর থানার রামদাসপুর এলাকার আকবর হো‌সে‌নের স্ত্রী।

কা‌লিয়া‌কৈর থানার প‌রিদর্শক (অপা‌রেশন) ম‌নিরুজ্জামান জানান, ঘাতক স্বামী‌কে আটক করা হ‌য়ে‌ছে। নিহ‌তের ভাই বাদী হ‌য়ে হত্যা মামলার অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রে‌ছেন। মামলার প্রস্ত‌তি চল‌ছে। স্ত্রীর পরকীয়ার জন্য এই হত্যাকাণ্ড করেছে বলে স্বামী স্বীকা‌রো‌ক্তিমূলক জবানবন্দী দি‌য়ে‌ছেন ব‌লেও জানান ওই কর্মকর্তা।

জেডআই/

Exit mobile version