Site icon Jamuna Television

আমদানি ও সরবরাহ পর্যায়ে কর ছাড়ের আহ্বান সিপিডির

সিপিডির আনুষ্ঠানিক বাজেট পর্যালোচনা।

নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য আমদানি ও সরবরাহ পর্যায়ে কর ছাড়ের সুবিধা দেয়ার আহ্বান জানিয়েছে সিপিডি। শুক্রবার (১০ জুন) সকালে সংস্থাটি আনুষ্ঠানিক বাজেট পর্যালোচনা তুলে ধরে। সেখানে মধ্যবিত্তের ওপর করের বোঝা কমানোর তাগিদ দেয়া হয়।

সিপিডি বলছে, সীমিত আয়ের মানুষদের সুবিধা দিতে করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব নেই। মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় কমে গেছে। এ অবস্থায় করমুক্ত আয়সীমা কিছুটা বাড়ানো উচিত ছিল।

বাজেট প্রস্তাবনায় মূল্যস্ফীতি ৫ দশমিক ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এ নিয়ে সমন্বিত কার্যকর পরিকল্পনা নেই। সংস্থাটি মনে করে, পাচারকারীদের অর্থ ফিরিয়ে আনার সুযোগ দেয়া কর ন্যায্যতা ও নৈতিকতার পরিপন্থী। এতে পাচারকারীরা উৎসাহিত হচ্ছে। বাজেটে করের ন্যায্যতা প্রতিষ্ঠা হয়নি। বিত্তবানদের বেশি সুবিধা দেওয়া হয়েছে বলেও মত সিপিডির।

বাজেটে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলার কোনো উদ্যোগ নেই উল্লেখ করে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। এতে আমদানি পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

এসজেড/

Exit mobile version