Site icon Jamuna Television

অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলন বিকেলে

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বাজেটোত্তর সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শুক্রবার (১০ জুন) বিকেলে রাজধানীর ওসমানী মিলনায়তনে হবে এই সম্মেলন। রেওয়াজ অনুযায়ী, এই সংবাদ সম্মেলনে নানা বিষয়ে সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা তুলে ধরা হয়। এ বিষয়ে অর্থমন্ত্রীকে সহযোগিতা করেন উপস্থিত মন্ত্রীরা।

বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড এবং অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদেরও এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ৭ শতাংশ। আর মূল্যস্ফীতির লাগাম টেনে ধরে ৫ দশমিক ৬ শতাংশে রাখতে চায় সরকার।

এসজেড/

Exit mobile version