গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় সাদিকুল ইসলাম (৩৪) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পশ্চিম থানার পুলিশ। এ সময় ছিনতাইকারীর কাছ থেকে ২০ ভরি স্বর্ণ এবং নগদ ৮০ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মাজার বস্তি এলাকার পাখির বাজার রোডের মাথায় থেকে ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাদিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার ফতেহপুর গ্রামের মোহন মিয়ার ছেলে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো শাহ আলম জানান, টঙ্গীর মাজার বস্তি এলাকার পাখির বাজার রোডের মাথা থেকে এক ব্যবসায়ীর কাছ থেকে সাদিকুল ইসলাম নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাই করে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় টঙ্গী পশ্চিম থানার উপ পরিদর্শক উৎপল সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এসজেড/

