Site icon Jamuna Television

ঢাবিতে ভর্তি পরীক্ষাকেন্দ্রের ছবি তোলায় ২ জন আটক

২০২১-২০২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা চলাকালীন মোবাইলে ছবি তোলার অভিযোগে সন্দেহভাজন দুজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম। শুক্রবার (১০ জুন) কার্জন হলের একটি পরীক্ষাকেন্দ্র থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে রমনা থানায় নিয়ে যাওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কার্জন হলে পরীক্ষা পরিদর্শনে আসলে তারা ওই সময় দরজার বাইরে থেকে কেন্দ্রের ভেতরের ছবি তোলেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী জানান, আটককৃতরা ভর্তিচ্ছুদের সঙ্গে এসেছেন। তাদের মধ্যে সিয়াম নামে একজনের বাসা কুষ্টিয়ায়। অপরজনের নাম মাশরাফি, তার বাসা ফেনীতে। তাদের মোবাইল জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভাগীয় ৮ শহরে একযোগে ক ইউনিটের ভর্তি পরীক্ষা চলে। এবার ক ইউনিটে প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬২.৫১ জন।

/এডব্লিউ

Exit mobile version