Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে চকলেট ভর্তি ট্যাঙ্ক থেকে ২ জন উদ্ধার

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার মার্স রিগলি ক্যান্ডি কারখানায় চকলেটের ট্যাঙ্কে পড়ে যাওয়া দুইজন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) মার্কিন সংবাদমাধ্যম এমন তথ্য জানিয়েছে।

প্রতিবেদনটি জানায়, দু’জন ব্যক্তি চকলেট ভর্তি ট্যাঙ্কে পড়ে গিয়ে কোমর পর্যন্ত চকলেটের ভেতর দাড়িয়ে ছিলেন কিন্তু উঠে আসতে পারছিলেন না। পরে উদ্ধারকর্মীরা এসে ট্যাঙ্কটির ভেতরে ছিদ্র করে তাদের উদ্ধার করে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশ পাওয়া ভিডিও ফুটেজে একাধিক পুলিশ সদস্য ও জরুরি উদ্ধারকর্মীদের কারখানাটির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কিন্তু তাদের বর্তমান অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।

এটিএম/

Exit mobile version