Site icon Jamuna Television

উখিয়া ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৬ রোহিঙ্গা

দেশি অস্ত্রসহ ডাকাতির প্রস্ততিকালে আটক ৬ রোহিঙ্গা।

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

শুক্রবার (১০ জুন) রাত আড়াইটার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প ২/ওয়েস্ট, সাব-ব্লক-বি/ই এর সামনে হতে তাদের আটক করা হয় বলে জানান ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক।

তিনি জানান, শুক্রবার রাতে বেশ কয়েকজন রোহিঙ্গা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জন রোহিঙ্গা দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি রামদা ও ৪টি চাপাতি উদ্ধার করা হয়।

ধৃতরা হলো- ক্যাম্প-২/ওয়েস্ট, ব্লক-বি/ই-৫ নিবাসী মো. সেলিম (২৩), ক্যাম্প ৪, ব্লক ডি-১৫ নিবাসী হামিদ হোসেন (৩৩), একই ক্যাম্পের ব্লক-বি/২৩ জিয়াউর রহমান (২১), ক্যাম্প-১-ওয়েস্ট, ব্লক ১/বি নিবাসী জানে আলম (২২), ক্যাম্প ১৭, ব্লক বি/১০৩ নিবাসী জাবেদ হোসেন (২৩), ও ক্যাম্প-২ ওয়েস্ট, ব্লক-এ /১০ নিবাসী মো. কাসেম (২৩)।

আইনী প্রক্রিয়া শেষে জব্দকৃত অস্ত্রসহ ধৃতদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

/এসএইচ

Exit mobile version