Site icon Jamuna Television

নিজেকে পিটার দ্য গ্রেটের তুলনা করলেন পুতিন

ছবি: সংগৃহীত

নিজেকে বিখ্যাত জার পিটার দ্য গ্রেটের তুলনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১০ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুন) ছিল পিটার দ্য গ্রেটের ৩৫০তম জন্মদিন। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পুতিন বলেন, মহান জার পিটার দ্য গ্রেট এক সময় বিশাল অঞ্চলকে নিজের সাম্রাজ্যভুক্ত করেছিলেন। আমিও পিটারের মতোই দেশের জমি পুনরুদ্ধারের কাজে নেমেছি।

পুতিনের এ বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সরব ইউক্রেন। তাদের অভিযোগ, পিটার দ্য গ্রেটের কথা বলে পুতিন দখল করা অঞ্চলকে বৈধতা দিতে চাইছেন। কিন্তু কূটনৈতিকভাবে তা অগ্রহণযোগ্য। তাদেরকে ঠিক করে নিতে হবে যে কোথায় তারা সীমান্ত চিহ্নিত করবেন।

/এসএইচ

Exit mobile version