Site icon Jamuna Television

নেত্রকোণায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট নেত্রকোণা:

নেত্রকোণা সদরের বাংলা এলাকায় ট্রেনে কাটা পড়ে সুরাইয়া আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুন) সন্ধ্যার দিকে সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের বাংলা পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরাইয়া একই ইউনিয়নের শিমুলজানি গ্রামের আবুল কাসেমের স্ত্রী।

স্থানীয়রা জানায়, সুরাইয়া কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার চার সন্তান রয়েছে। দুপুরে পাশের গ্রামে বাবার বাড়ি যাবার জন্য বের হন তিনি। পরে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজন জানিয়েছে সুরাইয়া মানসিক ভারসাম্যহীন ছিলো। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলী আহসানের উপস্থিতিতে সুরাইয়ার লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এটিএম/

Exit mobile version