Site icon Jamuna Television

ভ্যালেন্সিয়ার দায়িত্বে গাত্তুসো

ছবি: সংগৃহীত

ভ্যালেন্সিয়ার নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জেন্নারো গাত্তুসোকে। নাপোলির সাবেক কোচের সাথে দুই বছরের চুক্তি করেছে স্প্যানিশ ক্লাবটি।

হোসে বোর্দালাসের স্থলাভিষিক্ত হচ্ছেন ইতালির বিশ্বকাপজয়ী দলের এই মিডফিল্ডার। স্প্যানিশ লা লিগায় সময়টা ভালো কাটছে না ভ্যালেন্সিয়ার। সর্বশেষ মৌসুমে টেবিলে নবম স্থানে থেকে লিগ শেষ করে দলটি। স্প্যানিশ ক্লাবটিকে সঠিক পথে ফেরাতে নিয়োগ দেয়া হয়েছে কিছুটা ক্ষেপাটে বলে পরিচিত এই মিলান কিংবদন্তি গাত্তুসোকে।

২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ইতালিয়ান সিরি আ’র দল নাপোলির দায়িত্ব পালন করেন জেনারো গাত্তুসো। তার অধীনেই কোপা ইতালিয়া শিরোপা জেতে দলটি।

আরও পড়ুন: মেসি-নেইমারদের দায়িত্ব নিতে কাতার পৌঁছেছেন জিদান!

/এম ই

Exit mobile version