Site icon Jamuna Television

ইউক্রেনে জৈব পরীক্ষাগার চালাচ্ছে যুক্তরাষ্ট্র

অবশেষে ইউক্রেনে নিজেদের জৈব পরীক্ষাগার থাকার কথা স্বীকার করলো যুক্তরাষ্ট্র। দেশটিতে মার্কিন পৃষ্ঠপোষকতায় ৪৬টি বায়োল্যাব পরিচালিত হওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন।

বিজনেস স্ট্যান্ডার্ডের খবর বলছে, পুরো ইউক্রেনজুড়ে অন্তত ৪৬টি জৈব পরীক্ষাগারে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। বিগত দুই দশক ধরে এ পরীক্ষাগারগুলো ব্যবহার করা হচ্ছিল বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। যদিও এগুলোতে স্বাস্থ্যসেবা ও রোগ নির্ণয়ের কাজ চলছিল বলেও দাবি করেছে বাইডেন প্রশাসন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে জৈব অস্ত্র সম্মেলন অনুযায়ী জীবাণু অস্ত্র ব্যবহারে নিজেদের দেয়া প্রতিশ্রুতি পালনের আহ্বান জানিয়েছে চীন।

এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ স্বীকার করেছে ইউক্রেনজুড়ে ৪৬টি জৈব পরীক্ষাগার পরিচালনা করছিল ওয়াশিংটন। তবে এগুলোতে কোনো জীবাণু নিয়ে গবেষণা কিংবা রাসায়নিক অস্ত্র তৈরি করা হচ্ছিল না বলেও দাবি করা হয়েছে। কেবল স্বাস্থ্যসেবা ও রোগ নির্ণয় করতেই গবেষণাগারগুলো ব্যবহার করা হতো বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র।

তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ প্রকাশিত রিপোর্টের সমালোচনা করেছে চীন। এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, যুক্তরাষ্ট্রকে জৈব অস্ত্র সম্মেলন অনুযায়ী জীবাণু অস্ত্র ব্যবহারে নিজেদের দেয়া প্রতিশ্রুতি পালন করতে হবে।

এর আগে ইউক্রেনের লাভিভে একাধিক জৈব গবেষণাগার পাওয়ার দাবি করে চীনের সংবাদমাধ্যম। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর ও ইউক্রেনের স্বাস্থ্য অধিদফতরের যৌথ উদ্যোগে সেখানে কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া গিয়েছিল বলেও অভিযোগ ওঠে। যদিও ওই দাবিকে সেসময় ভিত্তিহীন বলে মন্তব্য করে বাইডেন প্রশাসন।

/এডব্লিউ

Exit mobile version