Site icon Jamuna Television

চীন-ভারত সীমান্তে আবারও উত্তেজনা

ভারতের লাদাখ সীমান্তে চীনের যুদ্ধবিমান মোতায়েনকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের মধ্যে।

ভারতীয় গণমাধ্যম জানায়, হোতান বিমানঘাঁটিতে অন্তত ২৫টি যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। যার মধ্যে জে-১১ এবং জে-২০ মডেলের ফাইটার জেটও রয়েছে। এর আগে পূর্ব লাদাখ অঞ্চলে মিগ-টুয়েন্টি ওয়ান যুদ্ধবিমান মোতায়েন করে বেইজিং।

কিন্তু এখন সেগুলো সরিয়ে আরও কার্যকর এবং অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। কর্মকর্তারা বলছেন, চীনা বিমান বাহিনী ভারতীয় ভূখণ্ডের কাছাকাছি নতুন এয়ারফিল্ড তৈরি করছে। যা তাদের অনেক কম উচ্চতা থেকেও অভিযান পরিচালনা করার সুযোগ তৈরি করে দেবে। সম্প্রতি ভারত সীমান্তের কাছে চীনা সামরিক অবকাঠামোগত উন্নয়নকে শঙ্কাজনক বলে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র।

/এডব্লিউ

Exit mobile version