Site icon Jamuna Television

ময়মনসিংহে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

ময়মনসিংহের নান্দাইলে পুলিশের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ইমন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, ইমন হত্যা মামলার আসামি। গত রাতে চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত ১৭ মে নান্দাইলের বড়াইল এলাকায় এক অটোচালককে হত্যার পর অটো ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের মামলার আসামি ইমনকে কয়েকদিন আগে গ্রেফতার করা হয়।

গতরাতে ইমনের দেয়া তথ্য অনুযায়ী হত্যা মামলার আরেক আসামিকে ধরতে অভিযানে নামে পুলিশ। এসময় তাদের লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ইমনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানেই মৃত্যু হয় তার।

যমুনা অনলাইন: আরএম

Exit mobile version