Site icon Jamuna Television

মহানবীকে (সা.) কটূক্তির প্রতিবাদে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ ভারতে, নিহত ২

পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ। ছবি: সংগৃহীত।

ভারতে বিজেপি নেত্রী নুপূর শর্মার মহানবী (সা.) কে নিয়ে করা কটূক্তির প্রতিবাদে রাঁচিতে হওয়া এক বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষ বেধেছে বিক্ষোভকারীদের। এ ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সংঘর্ষে আহত হয়েছেন আরও ১০ জন। তাদের সবাই বর্তমানে হাসপাতালে ভর্তি। খবর এনডিটিভির।

জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (১০ জুন) দুপুরে জুমার নামাজ শেষে হাজার হাজার মুসল্লি রাঁচির ডেইলি মার্কেট এলাকার প্রধান সড়কে বিক্ষোভে নামেন। এক পর্যায়ে পুলিশ তাদের বাধা দিলেই বাধে সংঘর্ষ।

মূলত প্রধান সড়কের ইকরা মসজিদ থেকে মাত্র ১৫০ মিটার দূরের হনুমান মন্দিরের কাছে জড়ো হচ্ছিল বিক্ষোভকারীরা। ফলে পরিবেশ শান্ত করার চেষ্টা করে পুলিশ। তবে এ সময় বিক্ষোভকারীরা পাথর ছুড়তে শুরু করলে শান্তিপূর্ণ এ বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে পুলিশ।

এ ঘটনায় স্থানীয় রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স কর্তৃপক্ষ জানিয়েছে, দু’জন ব্যক্তিকে হাসপাতালে আনা হলে সেখানেই মারা যান তারা। বাকি ১০ জনের চিকিৎসা এখনও চলছে।

তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। নগরীতে কারফিউ জারি করে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসজেড/

Exit mobile version