যশোরের অভয়নগরে র্যাবের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ৩ যুবক নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত ৩ জনই মাদক ব্যবসায়ী।
শুক্রবার দিবাগত ভোর রাতে দিকে উপজেলার বাগদাহ গ্রামের কদমতলা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের কাদের আলী মোড়লের ছেলে আবুল কালাম (৪৭), একই গ্রামের আব্দুল বারিক শেখের ছেলে হাবিবুর রহমান (৩৮) ও আব্দুস সাত্তার কাসারীর ছেলে মিলন কাসারী (৪০)।
শনিবার সকালে নিহতদের মরদেহ থানায় হস্তান্তর করেছে র্যাব।
ময়নাতদন্তের জন্য মরদেহ তিনটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

