Site icon Jamuna Television

যশোরে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ৩ মাদক ব্যবসায়ী নিহত

যশোরের অভয়নগরে র‍্যাবের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ৩ যুবক নিহত হয়েছেন। র‍্যাবের দাবি, নিহত ৩ জনই মাদক ব্যবসায়ী।

শুক্রবার দিবাগত ভোর রাতে দিকে উপজেলার বাগদাহ গ্রামের কদমতলা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের কাদের আলী মোড়লের ছেলে আবুল কালাম (৪৭), একই গ্রামের আব্দুল বারিক শেখের ছেলে হাবিবুর রহমান (৩৮) ও আব্দুস সাত্তার কাসারীর ছেলে মিলন কাসারী (৪০)।

শনিবার সকালে নিহতদের মরদেহ থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

ময়নাতদন্তের জন্য মরদেহ তিনটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

Exit mobile version