Site icon Jamuna Television

ফ্রান্সের কাছ থেকে সাবমেরিন কিনছে অস্ট্রেলিয়া

ফ্রান্সের কাছ থেকে ৫৫৫ মিলিয়ন ইউরোর সাবমেরিন কিনতে যাচ্ছে অস্ট্রেলিয়া। শনিবার (১১ জুন) দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ নিশ্চিত করেছেন এ তথ্য।

অজি প্রধানমন্ত্রী জানান, ফরাসি নৌবাহিনীর সাথে করা চুক্তির আওতায় কেনা হচ্ছে এই সাবমেরিন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সাথে আলোচনার পরই এলো এমন সিদ্ধান্ত।

ফ্রান্সের কাছ থেকে সাবমেরিন ক্রয়ে কয়েক বিলিয়ন ডলারের চুক্তি করেছিল অস্ট্রেলিয়া। তবে তা পাশ কাটিয়ে গত বছর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাথে পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন তৈরিতে বিকল্প এক সমঝোতা হয় দেশটির।

গত বছর এই ইস্যু নিয়ে প্যারিসের সাথে ব্যাপক কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয় সিডনির। নতুন ক্রয়াদেশের মধ্য দিয়ে দেশদুটির সম্পর্ক পুনরুদ্ধারে সন্তোষ জানিয়েছেন অজি প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট ম্যাকরনের কাছ থেকে ফ্রান্স সফরের দাওয়াত পেয়েছেন বলেও জানান তিনি।

/এপডব্লিউ

Exit mobile version