Site icon Jamuna Television

পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ (ভিডিও)

মৌলভীবাজারে পারাবত ট্রেনের পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর তাতে সিলেটের সাথে ঢাকাসহ সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়ছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এখন সেখানে আগুন নেভাতে কাজ করছে।

শনিবার (১১ জুন) দুপুর ১টায় কমলগঞ্জের শমসেরনগর রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এ সময় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের পাওয়ার কারে আগুন লেগে পুড়ে যায় তিনটি বগিও। অগ্নিকাণ্ডের সাথে সাথেই যাত্রীদেরকে ট্রেন থেকে নামিয়ে দেয়া হয়। সে কারণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

পারাবত ট্রেনে অগ্নিকাণ্ডের ভিডিও দেখতে ক্লিক করুন এখানে

ফায়ার সার্ভিসকর্মীরা জানিয়েছেন, আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসবে। ট্রেন সংশ্লিষ্টরা আগুন লাগার পরপরই পাওয়ার কার থেকে অন্য বগিগুলোকে আলাদা করে দেয়ায় আগুন ট্রেনের অন্য বগিগুলোতে ছড়ায়নি।

/এসএইচ





Exit mobile version