Site icon Jamuna Television

এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের উইন্ডিজ সিরিজ জয়

ছবি: সংগৃহীত

এক ম্যাচ হাতে রেখেই ক্যারিবীয়দের বিপক্ষে ১০ম সিরিজ জিতলো পাকিস্তান। মুলতানে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১২০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বাবর আজমের দল।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৭৫ রান করে স্বাগতিকরা। অধিনায়ক বাবর আজমের ৭৭ আর ইমাম উল হকের ৭২ রানে ভর করে বড় সংগ্রহের ভিত গড়ে পাকিস্তান। মিডল অর্ডারে কিছুটা খেই হারালেও শেষ দিকে সাদাব-খুশদিল-ওয়াসিম আর শাহিন শাহ আফ্রিদির ঝড়ো ব্যাটিং ২৭৫ রান করে পাকিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সাই হোপের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর সামার ব্রুকসের ৪২ আর কেইল মায়ার্সের ৩৩ রান ছাড়া আর কেউই রানের দেখা পায়নি। নেওয়াজের ৪ আর ওয়াসিমের ৩ উইকেট শিকারে ১৫৫ রানেই গুটিয়ে যায় উইন্ডিজের ইনিংস। টানা দুই ম্যাচ জিতে সিরিজও নিশ্চিত করে ফেলে পাকিস্তান।

/এম ই

Exit mobile version