Site icon Jamuna Television

‘প্রধানমন্ত্রীর কাছ থেকেই এসেছিল ভার্চুয়াল আদালতের ধারণা’

'আমার আদালত' মোবাইল অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে থেকেই ভার্চুয়াল আদালতের ধারণা এসেছিল বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার (১১ জুন) রাজধানীর একটি হোটেলে ‘আমার আদালত’ মোবাইল অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠান এ কথা জানান তিনি। জুনাইদ আহমেদ পলক বলেন, সফটওয়্যার অবকাঠামো তৈরি না থাকলে স্বল্প সময়ে ভার্চুয়াল আদালত চালু করা যেত না। এই বছরের মধ্যে বিচার ও স্বাস্থ্য বিভাগকে তথ্য প্রযুক্তির আওতায় আনা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিচারকদের দুই হাজার ল্যাপটপ দেয়া হবে। এছাড়া প্রত্যেকটি বার অ্যাসোসিয়েশনে একটি করে সাইবার ক্যাফে স্থাপন করা হবে। দু’হাজার দুই শত ২৪ কোটি টাকার ই-জুডিশিয়ারি সিস্টেম প্রকল্প প্রস্তাবিত হয়েছে বলেও জানান জুনাইদ আহমেদ পলক।

জুনাইদ আহমেদ পলক বলেন, জাদুকরী গুণের ফলেই জননেত্রী শেখ হাসিনা মাত্র ১৩ বছরে এই স্বল্পোন্নত দেশকে উন্নয়নশীল প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছেন। সবাই একসাথে মিলে কাজ করার ফলেই আমাদের বিচার বিভাগের আধুনিকায়ন ও ডিজিটাইজেশনে সফল হয়েছি।

আরও পড়ুন: বিল দিতে অনীহা দেখালে প্রয়োজনে সংযোগ বিচ্ছিন্ন করার তাগিদ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

/এম ই

Exit mobile version