Site icon Jamuna Television

ষড়যন্ত্র থাকলেও আ. লীগের তৃণমূলের কর্মীরা কখনোই আদর্শচ্যুত হয়নি: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

ষড়যন্ত্র থাকলেও আ. লীগের তৃণমূলের কর্মীরা কখনোই আদর্শচ্যুত হয়নি বলে মন্তব্য করেছেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনার কারামুক্তির দিবস উপলক্ষ্যে শনিবার (১১ জুন) দুপুরে গণভবনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা। শুভেচ্ছা জানানো হয় সহযোগী সংগঠনের পক্ষ থেকেও। এ সময় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, দৈন্যতার কারণেই কিছু মানুষ দেশের উন্নয়নকে অর্জন হিসেবে নিতে পারে না। অনেক উন্নত দেশ না পারলেও বাংলাদেশ জিডিপি ৫ ভাগের উপরে রেখেছে।

তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১৬ জুলাই আওয়ামী লীগ সভানেত্রীকে গ্রেফতার করা হয়। ৩৩১ দিন কারাগারে বন্দি রাখার পর আন্দোলনের মুখে শেখ হাসিনাকে মুক্তি দেয়া হয়।

প্রধানমন্ত্রী কারাবাসের দিনগুলোতে দেশের উন্নয়নের রুপরেখা তৈরির স্মৃতিচারণ করেন শনিবার। জানান, দেশের জনগণই আওয়ামী লীগের প্রধান শক্তি। নানা ষড়যন্ত্র ও অপপ্রচার থাকলেও আওয়ামী লীগ সাধারণ মানুষের উন্নয়নে কাজ করে যাবে।

ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে দল উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

/এমএন

Exit mobile version