Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। (ফাইল ছবি)

আখাউড়া প্রতিনিধি:

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং আখাউড়া-কসবা (ব্রাক্ষণবাড়িয়া-৪) সংসদীয় আসনের এমপি আনিসুল হক।

শনিবার (১১ জুন) আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো উপসর্গ না থাকায় বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি আরও জানান, শরীরে জ্বর থাকায় বৃহস্পতিবার (৯ জুন) টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। এরপর তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে বর্তমানে হালকা কাশি ছাড়া আর কোনো উপসর্গ নেই।

/এসএইচ

Exit mobile version