Site icon Jamuna Television

শুভ জন্মদিন ‘টাইরন ল্যানিস্টার’

‘মিস্টার বিন’ এর আড়ালে আমরা যেমন ভুলে যাই এ চরিত্রের পেছনের মানুষ রোয়ান অ্যাটকিনসনকে, তেমনটিই হয় পিটার ডিঙ্কলেজ এর ক্ষেত্রেও৷ গেম অব থ্রোনসের কালারফুল টাইরন ল্যানিস্টারে ভক্তরা এমনভাবেই বুঁদ হয়ে থাকেন যে, আড়ালে পড়ে যান পেছনের সে মানুষটি, অভিনয় নিয়ে বরাবরই যার অমোঘ আকর্ষণ।

ফিফথ গ্রেডে থাকতেই অভিনয়ে হাতেখড়ি তার, স্ক্রিপ্ট নিয়ে খুঁতখুঁতে অনেকটা বাতিকগ্রস্থ কিংবা টাইরন ল্যানিস্টারকে জ্বলজ্যান্ত অবয়বে প্রকাশ! মাঝের ব্যক্তি পিটারকে কেউ মনে রাখুক বা না রাখুক, তার চরিত্রেরা যে তাকে ভুলতে দেবে না কখনও এ নিয়ে বোধহয় সন্দেহ নেই কারোরই।

পর্দার সামনের টাইরন ল্যানিস্টার কিংবা পর্দার পেছনের পিটার ডিঙ্কলেজের ৫৩তম জন্মদিন আজ। যমুনা নিউজের পখ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা টাইরন ল্যানিস্টার।

/এসএইচ

Exit mobile version