Site icon Jamuna Television

বাজেটে করখেলাপি ও অর্থপাচারকারীদের স্বার্থ দেখা হয়েছে: ড. মোহাম্মদ ফরাসউদ্দিন

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষ নয় বরং করখেলাপি ও অর্থপাচারকারীদের স্বার্থ দেখা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্কে অংশ নিয়ে তিনি আরও বলেন এমন নীতি কখনোই সমর্থন করা যায় না।

বির্তকের বিষয় ছিল ‍শ্রীলঙ্কার সংকট উত্তরণে করণীয়। ডিবেট ফর ডেমোক্রেসি এ আয়োজন করে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন বলেন, দেশের মেগা প্রকল্পগুলো থেকে সরকারের আয়ের ব্যাপক সম্ভাবনা আছে। যার ফলে বাংলাদেশের শ্রীলঙ্কা হবার সম্ভাবনা নেই।

আলোচনায় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পাচারের টাকা সাদা করার সুযোগ দেয়া হলে, সৎ ব্যবসায়ীদের প্রতি অবিচার করা হবে।

প্রতিযোগিতায় সরকারি দল শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয় বিরোধী দল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি।

/এমএন

Exit mobile version