Site icon Jamuna Television

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য উইন্ডিজের স্কোয়াড ঘোষণা

ছবি: সংগৃহীত

১৬ জুন শুরু হতে যাওয়া বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে অনুরোধের ভিত্তিতে বিশ্রাম দেয়া হয়েছে জেসন হোল্ডারকে। ১২ সদস্যের এই স্কোয়াডে জেসন হোল্ডার ছাড়াও জায়গা হয়নি পেসার কেমার রোচের। কাউন্টিতে সারের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন এই পেসার।

হোল্ডার ও রোচ আছেন বিশ্রামে। অন্যদিকে স্কোয়াড থেকে বাদ পড়েছেন শামার ব্রুক্স ও ভিরাসামি পারমল। উইন্ডিজ স্কোয়াডে বাড়তি খেলোয়াড় হিসেবে আছেন তাগেনারায়ন চন্দরপল ও শারমন লুইস।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ক্রেইগ ব্রাথওয়েইট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া ডি সিলভা, আলজারি জোসেফ, কাইল মেয়ার্স, গুদাকেশ মোদি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার, জ্যাডেন সিলস, ডেভন থমাস।

আরও পড়ুন: কোন পজিশনে ব্যাটিং করলে ভালো করবেন পান্ত? জানালেন পন্টিং

/এম ই

Exit mobile version