Site icon Jamuna Television

সংকট সমাধানে অচিরেই ফিলিস্তিন ও ইসরায়েলে সফর করবেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েল-ফিলিস্তিন সফরকে সামনে রেখে চলছে কূটনৈতিক তৎপরতা। খবর রয়টার্সের।

শনিবার (১১ জুন) পশ্চিম তীরের রামাল্লা সফরে যান যুক্তরাষ্ট্রের শীর্ষ মার্কিন কূটনীতিক। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাৎ করেন মার্কিন পররাষ্ট্র দফতরের পূর্বাঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী বারবারা লিফ।

ওয়াশিংটনের দাবি, ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান চায় যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আশ্বস্ত করতেই এ সফর বলে দাবি করেন বারবারা লিফ। তিনদিনের কর্মসূচিতে তার জেরুসালেমেও যাওয়ার কথা রয়েছে।

আর জুনের শেষে মধ্যপ্রাচ্য সফর করবেন জো বাইডেন। সে সময় তিনি সৌদি আরবে যাবেন বলেও শোনা যাচ্ছে। তবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

/এডব্লিউ

Exit mobile version