Site icon Jamuna Television

মার্কিন স্কুলে হত্যাযজ্ঞ: হামলার পর আত্মহত্যা করতে চেয়েছিল দিমিত্রিয়োস

যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্কুলে হামলাকারী ১৭ বছর বয়সী কিশোর দিমিত্রিয়োস পাগোরজিসকে আদালতে হাজির করেছে মার্কিন পুলিশ। তার বিরুদ্ধে আনা হয়েছে হত্যার অভিযোগ।

পুলিশ বিবৃতিতে জানিয়েছে, একটি শটগান ও রিভলবার দিয়ে স্কুলে এলোপাতাড়ি গুলি চালায় সে। আগ্নেয়াস্ত্রগুলো তার বাবার নামে নিবন্ধিত ছিল।

তার বাড়িতে তল্লাশি চালিয়ে এই হামলার পরিকল্পনা সংক্রান্ত নথিপত্র উদ্ধার করেছে পুলিশ। সেখানে হামলার পর আত্মহত্যা করার ইচ্ছের কথাও লিখেছিল দিমিত্রিয়োস।

শুক্রবার সকালে সান্তা ফে স্কুলে ক্লাস চলাকালে সহপাঠীদের ওপর গুলি ছোঁড়ে হামলাকারী। প্রাণ হারায় ৯ শিক্ষার্থী ও এক শিক্ষক; আহত হয় আরও ১০ জন। এখনও হামলার মোটিভ জানায়নি পুলিশ। স্কুল কর্তৃপক্ষ বলছে, সবসময় বেশ চুপচাপ ও শান্ত স্বভাবের ছিলো দিমিত্রিয়োস।

Exit mobile version