Site icon Jamuna Television

১৫ বছর পর জানানো হলো ব্রিটেনের রাজকীয় যুদ্ধজাহাজ উদ্ধারের খবর

প্রায় সাড়ে তিনশ বছর পুরানো ব্রিটেনের রাজকীয় এক যুদ্ধজাহাজ উদ্ধারের খবর জানানো হয়েছে। আবিষ্কারের ১৫ বছর পর শুক্রবার (১০ জুন) জানানো হয় এ তথ্য।

বিবিসি জানায়, দ্য গ্লুচেস্টার নামের জাহাজটিকে সুরক্ষিত রাখা ও গবেষণা চালিয়ে যাবার জন্য কঠোর এ গোপনীয়তা রক্ষা করা হয়েছে। চার বছরের দীর্ঘ অভিযান শেষে ২০০৭ সালে নৌযানটির সন্ধান মেলে।

সাগর তলদেশে জাহাজের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হয়েছে ব্যক্তিগত জিনিসপত্র, কামান, তৈজসপত্রসহ বেশ কিছু প্রাচীন শিল্পকর্ম। গবেষকরা বলছেন, ১৬৮২ সালে ব্রিটেনের তৎকালীন রাজপরিবারের সদস্যদের নিয়ে ডুবে যায় জাহাজটি। সে সময় নৌযানটি ১৩০ থেকে আড়াইশ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

/এডব্লিউ

Exit mobile version