Site icon Jamuna Television

নিউ মেক্সিকো রাজ্যে বিক্ষোভের মুখে বাইডেন

ছবি: সংগৃহীত

নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে গিয়ে জনসাধারণের ক্ষোভের মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার (১১ জুন) দাবানল কবলিত বাসিন্দাদের সাথে সাক্ষাত করতে গেলে রোষানলে পড়েন তিনি।

এ সময় দাবানল নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ নিয়ে সমালোচনা করেন তারা। বন অধিদপ্তরের গাফিলতিতে আগুন লাগা নিয়েও প্রকাশ করেন ক্ষোভ। এদিন জনরোষের মুখে নিউ মেক্সিকোতে চলমান উদ্ধার অভিযানের ব্যয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বহন করার ঘোষণা দেন বাইডেন। এছাড়াও ফায়ার সার্ভিস ও বন পরিসেবা বিভাগকে আরও উন্নত করার আশ্বাসও দেন তিনি।

জো বাইডেন বলেন, রাষ্ট্রপ্রধান হিসেবে দাবানলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সাথে আমার সরাসরি আলোচনা করাটা দায়িত্ব। নিউ মেক্সিকোয় আগামী মাসগুলোয় সংস্কারকাজ এবং জরুরি প্রতিরক্ষামূলক সব খরচ কেন্দ্রীয় সরকার বহন করবে। এ বাবদ তিন মাসের কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

এর আগে গেল এপ্রিল মাসে সবচেয়ে ভয়াবহ দাবানল দেখেছে অঙ্গরাজ্যটি। বনের আগাছা পরিষ্কারে আগুন দিলে শুষ্ক আবহাওয়া ও বাতাসের তোড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তা। এতে পুড়ে যায় ৫ শতাধিক ঘরবাড়ি ও ১৩’শ বর্গ কিলোমিটার বনভূমি।

এটিএম/

Exit mobile version