Site icon Jamuna Television

ইতালিতে নিখোঁজের ২দিন পর মিললো হেলিকপ্টারের ধ্বংসাবশেষ, উদ্ধার ৭ আরোহীর মরদেহ

ছবি: সংগৃহীত।

ইতালিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন আরোহীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (৯ জুন) কন্ট্রোল রুমের রাডার থেকে হারিয়ে যায় হেলিকপ্টারটি। শনিবার তা বিধ্বস্ত অবস্থায় তাস্কেনি এবং এমিলিয়া রোমানার সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে পাওয়া যায়। খবর সিএনএন এর।

জানা গেছে, গত বৃহস্পতিবার তাস্কেনি অঞ্চলের লুক্কা থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে। আরোহীদের নিয়ে সেটি উত্তরাঞ্চলের শহর ট্রেভিসোর দিকে যাচ্ছিল। তবে বাজে আবহাওয়ার কারণে হঠাৎ স্থানীয় কন্ট্রোল টাওয়ারের সঙ্গে হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে স্থানীয় মোডেনা শহরের কর্তৃপক্ষ। সেখানে বলা হয়, এরই মধ্যে ৭ জন আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৪ জন তুর্কি নাগরিক, দুজন লেবাননের এবং বাকি একজন ইতালির এবং তিনিই পাইলট ছিলেন। তারা সবাই একটি ব্যবসায়িক সফরে হেলিকপ্টারযোগে ট্রেভিসোর দিকে যাচ্ছিলেন। তবে ঠিক কী কারণে সেটি বিধ্বস্ত হয় তা জানা যায়নি ভাই।

এসজেড/

Exit mobile version