Site icon Jamuna Television

পদ্মা সেতুর উদ্বোধনের কারণে ২৫ জুনের এসএসসি পরীক্ষা ২৪ জুন: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি।

পদ্মা সেতুর উদ্বোধনের কারণে এসএসসি ও সমমানের ২৫ জুনের পরীক্ষা ২৪ জুন শুক্রবার নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (১২ জুন) সকালে সচিবালয়ে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, ১৯ জুন সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। তিনি আরও বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষার কারণে ১৫ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত সারাদেশে কোচিং সেন্টারগুলো বন্ধ থাকবে। শিক্ষামন্ত্রী আরও জানান, যদি সামনে করোনা মহামারি হানা না দেয়, তাহলে আগামী বছর মার্চ বা এপ্রিল মাস থেকে এসএসসি পরীক্ষা নেয়া হতে পারে।

ডা. দীপু মনি আরও বলেন, মোট এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন। গত বছরের তুলনায় এ বছর ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন শিক্ষার্থী কমেছে।

আরও পড়ুন: ঢাকায় রেডিয়েশন আইটিইউ নির্ধারিত মাত্রার চেয়েও ৫০ শতাংশ বেশি

/এম ই

Exit mobile version