Site icon Jamuna Television

কোকাবুরা থেকে ডিউক বলে ফিজকে প্রস্তুত করছেন ডোনাল্ড

ডোনাল্ডের সাথে মোস্তাফিজ।

টেস্টের জন্য মোস্তাফিজুর রহমানকে খেলতে হবে ডিউক বলে। কোকাবুরা বলে অভ্যস্ত মোস্তাফিজকে ডিউক বলে প্রস্তুত করতে তার সাথে আলাদাভাবে কাজ করছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

অ্যান্টিগায় যখন বাংলাদেশ দল প্রস্তুতি ম্যাচে ব্যস্ত তখন আলাদাভাবে মোস্তাফিজকে নিয়ে কাজ করছেন এই প্রোটিয়া কিংবদন্তি । ২০২১ সালের ফেব্রুয়ারিতে সবশেষ টেস্ট খেলেছিলেন ফিজ। সাদা বলের ক্রিকেটে মনোসংযোগ করা এই পেসারকে লাল বলের সাথে মানিয়ে নিতে বাড়তি কাজ করছে টিম ম্যানেজমেন্ট। কোকাবুরা বলে খেলে অভ্যস্ত বাংলাদেশ দল এই সিরিজ খেলবে ডিউক বলে। অতীতে নিজে এই বলে খেলার অভিজ্ঞতা থেকে মোস্তাফিজকে বল গ্রিপ করা নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন ডোনাল্ড।

দক্ষিণ আফ্রিকান ‘সাদা বিদ্যুৎ’ অ্যালান ডোনাল্ড বলেন, কোকাবুরা থেকে ডিউক বলে একটা পার্থক্য আছে। আমি নিজে ইংল্যান্ডে এই বল দিয়ে অনেক ম্যাচ খেলেছি। এই বলে ধাতস্থ হতে কাজ করতে হবে। ফিজের সাথে সেশন করলাম। গ্রিপে কিছুটা পরিবর্তন আনাতে স্বচ্ছন্দ বোধ করছে সে। সাফল্য পেতে এই বলে অভ্যস্ত হতেই হবে।

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য উইন্ডিজের স্কোয়াড ঘোষণা

/এম ই

Exit mobile version