Site icon Jamuna Television

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার দাবি রাজনৈতিক দূরভিসন্ধি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার দাবি রাজনৈতিক দূরভিসন্ধি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (১২ জুন) দুপুরে সচিবালয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় তথ্যমন্ত্রী বলেন, বিদেশ নেবার দাবির ইস্যুতে খালেদা জিয়াকে বলির পাঠা বানানো হচ্ছে। যা ঠিক নয়। খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবেন বলেও আশা প্রকাশ করেন।

হাছান মাহমুদ আরও বলেন, পদ্মা সেতু উদ্বোধনে বিএনপিসহ সমালোচকদের আমন্ত্রণ জানানো হবে। বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদেরও দাওয়াত দেয়া হবে। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে। এ সময় বাজেট নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, সিপিডি গত ১০ বছর ধরে বাজেট নিয়ে নেতিবাচক কথা বলেছেন। কিন্তু বিশ্বব্যাংক আইএমএফ প্রশংসা করছে।

/এমএন

Exit mobile version