Site icon Jamuna Television

’৭৫ এর অপশক্তিরা আবারও তৎপর হতে শুরু করেছে: দীপু মনি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ’৭৫ এর অপশক্তিরা আবারও তৎপর হতে শুরু করেছে। সরকারের অর্জন নিয়ে তারা ষড়যন্ত্র শুরু করছে।

যুবলীগসহ স্বাধীনতার পক্ষের সকল মানুষকে ঐকব্যদ্ধ হওয়ার ডাক দিয়ে এসব ষড়যন্ত্র পরাজিত করার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার (১২ জুন) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে আওয়ামী যুবলীগের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

এ সময় আরেকটি যুদ্ধের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেন যুবলীগের সাধারণ সস্পাদক মাইনুল হোসেন খান নিখিল। আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে ঘরে ফেরার শপথ করা হয় এ আলোচনা সভায়।

/এমএন

Exit mobile version