Site icon Jamuna Television

ইতিহাসের সর্বনিম্ন র‍্যাঙ্কিংয়ের শঙ্কায় বাংলাদেশ ফুটবল

তুর্কমেনিস্তানের কাছে হেরে সর্বনিম্ন র‍্যাঙ্কিংয়ের শঙ্কায় বাংলাদেশ। ছবি: সংগৃহীত

নিজেদের ইতিহাসে সর্বনিম্ন র‍্যাঙ্কিংয়ে নামার শঙ্কার মধ্যে পড়েছে এবার বাংলাদেশ ফুটবল দল। এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ হেরে এরই মধ্যে ১৯২’এ নেমে গেছে হাভিয়ের ক্যাবরেরার দল। শেষ ম্যাচে মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হারের পাশাপাশি ১০ এর বেশি রেটিং পয়েন্ট হারালে অধপতন হতে পারে আরো।

তুর্কমেনিস্তানের বিপক্ষে দারুণ একটি ম্যাচ খেলেও তাই ভালো কোনো খবর নেই জামাল-জিকোদের সামনে। প্রথম ম্যাচে বাহরাইনের কাছে দুই গোলে হারের পর ৫ রেটিং পয়েন্ট হারিয়ে বাংলাদেশের পয়েন্ট হয়েছিল ৮৯৯.৮৯। এতে র‍্যাঙ্কিং নেমে গিয়েছিল ১৮৯ নম্বরে। এরপর শনিবার (১১ জুন) তুর্কমেনিস্তানের বিপক্ষে ২-১ গোলে হারের পর ৭.৯০ পয়েন্ট হারিয়েছে জামালরা। এতে পতন হয়েছে ৩ ধাপ। একই সাথে, ৩ বছর চার মাস পর আবারও র‍্যাঙ্কিংয়ে ১৯০’র ঘরে চলে গেছে বাংলাদেশ।

ফুটি র‍্যাঙ্কিং বলছে এখন ১৯২তম অবস্থানে আছে বাংলাদেশ। ফিফা র‍্যাঙ্কিং মার্চের পর আর হালনাগাদ করা হয়নি। তবে চলতি মাসের খেলাগুলো শেষে যখনই আপডেট হবে, তখন দেখা যাবে বাংলাদেশের অবস্থান ১৯০ এর পর। কারণ, ১৯২তম অবস্থানে থাকা বাংলাদেশের শেষ ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। আর, আসরে টিকে থাকতে বড় জয় চাই মালয়েশিয়ার। চার ম্যাচ পর বাংলাদেশ গোল পেয়েছে, তবে তাতে তৃপ্ত হতে পারছেন না স্কোরার ইব্রাহিম। জাতীয় দলের এই মিডফিল্ডার বলেন, তৃপ্ত না। একটা সময় মনে হচ্ছিল জিতবো। কোচ সব সময়ই পজেটিভ। আমাদের ম্যাচ বাই ম্যাচ উন্নতি হচ্ছে।

রোববার (১২ জুন) জিম ও সুইমিং করেছে জামালরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে সোমবার বিকেলে শেষ অনুশীলন করবে দল। গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য মনে করেন দলের মধ্যে নতুন এক উদ্যম তৈরি হয়েছে। তিনি বলেন, সর্বোচ্চ দিয়ে ফুটবলাররা চেষ্টা করছে, ভালো খেলার সামর্থ্য আছে।

আগামী মঙ্গলবার (১৪ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে হাভিয়ের ক্যাবরেরার দল।

/এম ই

Exit mobile version