Site icon Jamuna Television

কুড়িগ্রামে পাহাড়ি ঢলে পানিবন্দি প্রায় ৩৫ হাজার মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে এক সপ্তাহের বেশি বৃষ্টি আর ভারতের পাহাড়ি ঢলে রৌমারী উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। জেলার বৃহৎ নদ-নদীর পানি কম থাকলেও ভারতের আসাম রাজ্যের পাহাড়ি ঢলের লাল পানি রৌমারীর কালোর, ধরনী এবং জিঞ্জিরাম নদী বেয়ে সৃষ্ট হয়েছে আকস্মিক এই বন্যা। এতে করে উপজেলার ৪টি ইউনিয়নের ৪০টি গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

ধান, পাট এবং শাকসবজিসহ ১০৭ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। উপজেলার ২১টি বিদ্যালয়ে পানি উঠায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি, স্যানিটেশন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।

অপরদিকে হঠাৎ বন্যায় খড় ভেসে যাওয়ায় গো খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। টানা বৃষ্টি আর বন্যায় খেটে খাওয়া মানুষ কাজ করতে না পেরে চরম বিপাকে পড়েছেন।

রৌমারীর উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ জানান, দু’দিনের বন্যায় সরকারিভাবে জিআর-এর ৩ লাখ টাকা বরাদ্দ পেয়েছে। এই টাকা দিয়ে শুকনা খাবার ক্রয় করে বানভাসিদের মাঝে বিতরণ করা হবে। এছাড়াও অতিরিক্ত বরাদ্দের জন্য জেলা প্রশাসককে জানানো হয়েছে বলে জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version