Site icon Jamuna Television

কুসিক নির্বাচন ঘিরে স্বপ্নের জাল বুনছেন তৃতীয় লিঙ্গের মানুষজন

বাড়ি বাড়ি নেচে-গেয়ে, আবার কখনও কখনও এ দোকান ও দোকানে ঘুরে টাকা তুলেই তাদের পেট চলে। সেই তৃতীয় লিঙ্গের লোকজন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনকে ঘিরে বুনছেন স্বপ্নের জাল। প্রত্যাশা, ভোটে যিনিই জয়ী হবেন, করে দেবেন কর্মসংস্থানের ব্যবস্থা।

এবারের কুমিল্লা সিটি নির্বাচনে ২লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটারের মধ্যে তৃতীয় লিঙ্গের দু’জন। তাদেরই একজন এই নাগিন। নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। ভোটার তালিকায় নাম উঠেছে সুমন হিসেবে; যদিও স্থানীয়ভাবে নাগিন নামে পরিচিত তিনি। তার নেতৃত্বে তৃতীয় লিঙ্গের অন্তত ৫০জন নগরীতে বসবাস করে। সবার নাম এ দফায় না থাকায় আক্ষেপ আছে কিছুটা। প্রথমবারের মতো ভোট দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চান বিশেষ জনগোষ্ঠির এই প্রতিনিধি। জয়ের মালা পড়াতে চান পছন্দের প্রার্থীকে।

নতুন এই ভোটার আশা প্রকাশ করে বলেন, মেয়র কিংবা কাউন্সিলর যে-ই নির্বাচিত হবেন, আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এ আশা করছি।

বুধবার (১৫ জুন) কুমিল্লা সিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

/এমএন

Exit mobile version