Site icon Jamuna Television

সুইজারল্যান্ডের কাছে হেরেছে রোনালদোহীন পর্তুগাল

উয়েফা নেশন্স লিগে প্রথম মিনিটের গোলে সুইজারল্যান্ডের কাছে হেরেছে রোনালদোহীন পর্তুগাল। রোববার রাতে পর্তুগালের বিপক্ষে ১-০ গোলে জয় পায় সুইজারল্যান্ড।

জেনেভায় ম্যাচের সময় ৬০ সেকেন্ড পার হবার আগেই লিড নেয় সুইসরা। প্রথম আক্রমনেই ডি বক্সের কোনায় সিলভান উইডমারের ক্রসে মাথা ছুইয়ে সুইজারল্যান্ডকে এগিয়ে নেন সেফোরোভিচ। ১৩ মিনিটে স্বাগতিকরা পেনাল্টি পেয়ে ব্যবধান দ্বিগুন করার সুযোগ পেলেও ভিএআর সেই সিদ্ধান্ত পাল্টে দেয়। এরপর ম্যাচে একের পর এক আক্রমন করেও গোলের দেখা পায়নি পর্তুগীজরা। টের পেয়েছে রোনালদোর অভাব।

দ্বিতীয়ার্ধে বের্নার্দো সিলভা, দিয়াগো জতাদের মাঠে নামিয়েও সুফল পায়নি সান্তোসের দল। শেষ পর্যন্ত ওই এক গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় পর্তুগালকে। একই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানও হারিয়েছে রোনালদোর দল।

/এমএন

Exit mobile version