Site icon Jamuna Television

অভিযানে প্রাণ হারিয়েছেন ৪০ হাজারের বেশি রুশ সেনা: জেলেনস্কি

ছবি: সংগৃহীত

ইউক্রেনে চলমান অভিযানে প্রাণ হারিয়েছেন ৪০ হাজারের বেশি রুশ সেনাসদস্য। রোববার (১২ জুন) এ তথ্য জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। রোববার (১২ জুন) এ তথ্য জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।

জেলেনস্কি জানান, দোনবাস দখলে মরিয়া পুতিন প্রশাসন। সে কারণে, ইউক্রেনের পূর্বাঞ্চলে রিজার্ভ ফোর্স মোতায়েন করছে দেশটি। এরইমধ্যে, দেশটির বিভিন্ন শহরে প্রাণ হারিয়েছেন রুশ সেনাবাহিনীর বহু সদস্য।

জেলেনস্কির দাবি, যুদ্ধকে দীর্ঘায়িত করতে দখলদাররা হামলা-আগ্রাসনের পরিমাণও বাড়াচ্ছে। কিন্তু, শক্ত প্রতিরোধের মুখে পড়ছে তারা। ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও, সেটি গণমাধ্যম বা সর্বসম্মুখে প্রকাশ করছে না মস্কো। গেলো ২৪ ঘণ্টায়, দোনবাসের রণক্ষেত্রে প্রাণ হারিয়েছেন আড়াইশো রুশ সেনা, এমন দাবি জেলেনস্কির। সর্বশেষ ক্রেমলিন জানিয়েছিলো, যুদ্ধে তারা ১৩শ’ ৫১ সেনার মৃত্যু দেখেছে।

তবে, অভিযানের সমাপ্তি টানলেই একমাত্র মূল সংখ্যা পাওয়া যাবে বলে জানান জেলেনস্কি।

এটিএম/

Exit mobile version