ফ্রান্সের জাতীয় নির্বাচনে বড় ধরনের ধাক্কার মুখে পড়তে পারে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের দল। বিরোধী নেতা মেরি লু পেন নয় বরং ম্যাকরনের জন্য হুমকি সৃষ্টি করেছে বাম দলগুলোর জোট।
নির্বাচনে এখন পর্যন্ত ৪৭ শতাংশ ভোট পড়েছে যা দেশটির ইতিহাসে সবচেয়ে কম। জরিপ বলছে, এর মধ্যে ম্যাকরনের দল রিপাবলিক পার্টি পেয়েছে ২৬ শতাংশ ভোট। অন্যদিকে বাম দলগুলোর পেয়েছে সাড়ে ২৫ শতাংশের বেশি।
সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে হলে ৫৭৭ আসনের মধ্যে অন্তত ২৮৯টি আসন পেতে হবে দলগুলোকে। দুই দফায় ভোটে প্রার্থী রয়েছেন প্রায় ৬ হাজার প্রার্থী। যারা এগিয়ে থাকবেন তারা প্রার্থী হবেন ১৯ জুনের দ্বিতীয় রাউন্ডের ভোটে।
/এডব্লিউ

