Site icon Jamuna Television

খেরসনে রুশ পাসপোর্ট দেয়া শুরু করেছে রাশিয়া

ছবি: সংগৃহীত

দক্ষিণ ইউক্রেনের রুশ অধিকৃত শহর খেরসনে শনিবার (১১ জুন) প্রথমবারের মতো স্থানীয় বাসিন্দাদের রাশিয়ান পাসপোর্ট হস্তান্তর করেছে রুশ কর্তৃপক্ষ। সংবাদ সংস্থাগুলি এমন তথ্য জানিয়েছে।

রাশিয়ার টাস এজেন্সি জানিয়েছে, গেল মে মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষরিত একটি ডিক্রির মাধ্যমে এক অনুষ্ঠানে ২৩ জন খেরসন বাসিন্দা রুশ পাসপোর্ট পেয়েছেন।

আঞ্চলিক প্রশাসনের মস্কোপন্থী প্রধান ভ্লাদিমির সালদোকে উদ্ধৃত করে টাস জানিয়েছে, আমাদের সমস্ত খেরসন বাসিন্দারা যত তাড়াতাড়ি সম্ভব পাসপোর্ট এবং (রাশিয়ান) নাগরিকত্ব পেতে চায়।

সালদো আরও জানান, আমাদের জন্য একটি নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। একটি পাসপোর্ট একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হতে পারে।

খেরসন কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়া দিবসকে মাথায় রেখে পাসপোর্ট বিতরণের সময় বেছে নেয়া হয়েছে।

এটিএম/

Exit mobile version