Site icon Jamuna Television

সৌদিআরব ও ইসরায়েল সফর করবেন বাইডেন

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী মাসে সৌদি আরব এবং ইসরায়েল সফর করবেন। চলতি সপ্তাহে এমনটাই ঘোষণা দেয়ার পরিকল্পনা করছে হোয়াইট হাউস। পরিকল্পনার সাথে জড়িত একটি সূত্র রোববার (১২ জুন) রয়টার্সকে এমন তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, বাইডেনের আসন্ন সফর জুলাইয়ের মাঝামাঝির দিকে হতে পারে। এ সফরে মার্কিন প্রেসিডেন্ট সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করবেন।

ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র জানিয়েছেন, বাইডেন সৌদিআরব ও ইসরায়েল সফরের পরিকল্পনা করছেন। তবে এখনই সফরের বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। সফরের বিস্তারিত পরিকল্পনা ঠিক হলে বাকী তথ্য জানানো হবে বলেও তিনি জানান।

এটিএম/

Exit mobile version