Site icon Jamuna Television

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে গুচ্ছ বোমা মারার অভিযোগ

রাশিয়ার বিরুদ্ধে এবার ইউক্রেনে গুচ্ছ বোমা ব্যবহারের অভিযোগ ওঠেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই অভিযোগ জানায়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, খারকিভে গুচ্ছ বোমা ছুড়ে কয়েকশ নাগরিককে হত্যা করেছে রুশ বাহিনী। এ সংক্রান্ত যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি সংস্থাটির। বলা হয়, বিস্তীর্ণ এলাকায় যেভাবে ধ্বংসযজ্ঞ চলেছে তাতে স্পষ্ট যে ক্লাস্টার বোমার ব্যবহার করেছে রাশিয়া। রকেটের মাধ্যমে এসব বোমা নিক্ষেপ করা হয়েছে বলে তুলে ধরা হয় প্রতিবেদনে।

এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাসে রুশ ও জেলেনস্কি বাহিনীর মধ্যে চলছে তীব্র লড়াই। রোববার (১২ জুন) রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছে অন্তত ২২ জন।

/এডব্লিউ

Exit mobile version