Site icon Jamuna Television

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ নাগরিকের মৃত্যু

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ইভানভ অ্যান্টন নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রোসেম নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, রোববার (১২ জুন) রাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত বিদেশিদের আবাসন প্রকল্প গ্রিণসিটি ভবনের একটি কক্ষের লিফটের সামনে রুশ নাগরিক ইভানভ অ্যান্টনকে পড়ে থাকতে দেখে প্রকল্পের ডাক্তারকে খবর দেয়া হয়। ডাক্তার এসে তাঁকে মৃত ঘোষণা করেন।

ডাক্তারদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এটিএম/

Exit mobile version