Site icon Jamuna Television

বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই: সানেম

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। পণ্য ও সেবার বাড়তি চাহিদা কীভাবে সামাল দেওয়া হবে, তাও বলা হয়নি।

সোমবার (১৩ জুন) সকালে বাজেট পর্যালোচনা করে এমন অভিমত তুলে ধরে গবেষণা সংস্থা সানেম। সংস্থাটি বলছে, এতে নতুন করে ‘মূল্যস্ফীতি দারিদ্র্য’ তৈরি হতে পারে। কাছাকাছি সময়ে তেল ও জ্বালানির দর সমন্বয় মূল্যস্ফীতিতে চাপ তৈরি করছে।

সংস্থাটি আরও জানায়, জিডিপির উচ্চ প্রবৃদ্ধির পরও দেশে বৈষম্য দূর এবং মানবসম্পদ উন্নয়ন বড় দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বৈষম্য কমিয়ে আনার জন্যে প্রগতিশীল কর কাঠামো তৈরির আহ্বান জানিয়েছেন সানেমের গবেষনা পরিচালক অধ্যাপক সায়মা হক বিদিশা। বলেন, রাজস্ব ব্যবস্থাপনায় সংস্কার প্রয়োজন। প্রবৃদ্ধির সুফল তৃণমূলে পৌঁছানোর তাগিদ দিয়েছেন তিনি।

বাজেট বাস্তাবায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানিয়েছে সানেম। অর্থ পাচার চক্রকে পুরস্কৃত না করে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হানের।

/এমএন

Exit mobile version