Site icon Jamuna Television

বড়পুকুরিয়া কয়লা খনিতে আজও চলছে শ্রমিকদের ধর্মঘট

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানিতে স্থায়ী নিয়োগসহ ১৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ৭ম দিনের মতো অব্যাহত রেখেছে চীনা ঠিকাদার প্রতিষ্ঠানের শ্রমিকরা।

সকালে বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকরা। বিক্ষোভ মিছিল শেষে কারখানার গেটের সামনে সমাবেশ করেন তারা। পরে সংবাদ সম্মেলনে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শ্রমিকরা। তাদের সাথে আন্দোলনে যোগ দিয়েছে স্থানীয়দের একটি অংশ।

এদিকে, টানা এক সপ্তাহ ধরে শ্রমিকদের আন্দোলনের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছেন কয়লা খনির আবাসিকে বসবাসরত প্রায় ২০০ পরিবার।

Exit mobile version