Site icon Jamuna Television

অর্থ আত্মসাতের মামলায় জামিন পাননি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের চার ট্রাস্টি

অর্থ আত্মসাতের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি মোহাম্মদ শাহজাহানসহ চারজনকে জামিন দেয়নি আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টে রুল নিষ্পতির নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (১৩ জুন) সকালে আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের মামলা চলমান।

ওই মামলায় আসামিদের বিরুদ্ধে জমি কেনা বাবদ বিশ্ববিদ্যালয়টির প্রায় তিনশ চার কোটি টাকা আত্মসাৎ, স্থানান্তরের অভিযোগ আনা হয়। এ মামলায় জেলে আছেন এমএ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান ও মোহাম্মদ শাহজাহান। অন্য দুই আসামি ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ ও সদস্য আমিন মো. হিলালী পলাতক রয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার পদে প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতির আরেক মামলায় অফিস সহকারী ফাতেমার জামিন দেননি হাইকোর্ট।
/এমএন

Exit mobile version