অসহায়ত্ব প্রকাশ না করে নির্বাচন কমিশনকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটের সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক পরিবেশ তৈরিতে সাহসী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক’র (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
সোমবার (১৩ জুন) সকালে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। সুজন সম্পাদক জানান, ভোট সুষ্ঠু করতে সব ক্ষমতা দেয়া আছে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন সাহসী ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করেন সুজন সম্পাদক। তিনি বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের ২৪ শতাংশের বিরুদ্ধে মামলা রয়েছে। ২৭ শতাংশের শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে এবং ৫৯ শতাংশ প্রার্থী ব্যবসায়ী।
সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, একজন সংসদ সদস্য নির্বাচন কমিশনের কথায় কর্ণপাত করছেন না। এরপর জাতীয় নির্বাচনে পুরো প্রশাসন, পুরো আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি দল, বিরোধী দল এবং অন্যান্যরা যদি নির্বাচন কমিশনের আদেশ অমান্য করার চেষ্টা করে; তখন কোথায় যাবো আমরা?
আরও পড়ুন: কুসিক নির্বাচন ঘিরে স্বপ্নের জাল বুনছেন তৃতীয় লিঙ্গের মানুষজন
/এম ই

