Site icon Jamuna Television

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল নয়: ব্যক্তিগত চিকিৎসক

ছবি: সংগৃহীত।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। প্রেসার ও কিডনিসহ তার অন্যান্য জটিলতাগুলো কমলে হার্টের বাকি দু’টি ব্লকের চিকিৎসা করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে আজ সোমবার (১৩ জুন) বিকেল ৫টায় ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড বৈঠকে বসে। এর আগে, রোববার (১২ জুন) হার্টে রিং পরানোর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ।

উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে অসুস্থ বোধ করলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে, তার বেশকিছু পরীক্ষাও করানো হয়। সেই সাথে বসানো হয় মেডিকেল বোর্ড। এনজিওগ্রাম করা হলে বিএনপি চেয়ারপারসনের প্রধান আর্টারিতে ৯০ ভাগ ব্লক ধরা পড়ে। পরে শনিবার তার হার্টে একটি রিং স্থাপন করা হয়।

৭৬ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

এসজেড/

Exit mobile version